মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

দৃষ্টিতে


 আমার দৃষ্টিতেই থেকো,
যেয়োনা বেশিদূর,
এই পুরনো বালিপথ,চলে গেছে বহুদূর।
তুমি থেকো একটু কাছাকাছি,
চিনে নিও আমার এ সুর।

যে বাকেঁ,আমার নীরবতা,
বাদলে মিলেমিশে একাকার,
সেখানেই জোনাকের ঝাক।
তুমি শুধু জলের ভাঙন দেখো,
আলোকটিকা হারাক তব ভাষা,
 বহুদূরে দৃষ্টি ভাসা ভাসা।
এইখানে রাত্রি নেমে এলে,
আমার দৃষ্টিতেই থেকো।

আমার কবিতা জুড়ে থাকুক,
তোমার পায়েলখানি,
আর ঐখানে তুমি দাড়াও,
হাত মেলে কিছুক্ষণ।
বরোষার বাতাসে নেবো,
মাটি সোদা ঘ্রাণ,
একটু স্পর্শে থেকো,
আবেগে ভরে দিতে প্রান।
                         
                      -  নবান্ন



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন