বৃহস্পতিবার, ১২ জুলাই, ২০১২

তবুও আমি খুঁজবো কেবল-আল মাহমুদ

দৃষ্টি ছিল অনেক দূরে,
তারাদের ওই মিনার চূড়ে_

সেই সুদূরে তোমায় খুঁজি;
খুঁজতে খুঁজতে, এখন বুঝি_
কোথাও কিছু নাইরে বাকি,
খোঁজার খেলা সবটা ফাঁকি।

তবুও আমি খুঁজবো কেবল,
যেথায় মাটি, যেখানে জল_
ধরবো তোমার আঁচলখানি;
সুরমাটানা চোখের পানি_

জলের ভারে কাজল গলে,
এ কথা কি সবাই বলে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন