মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

দু’জন
... জীবনানন্দ দাশ

আমাকে খোঁজো না তুমি বহুদিন – কতদিন আমিও তোমাকে
খুঁজি নাকো; - এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে
আমরা দু’জনে আছি; পৃথিবীর পুরনো পথের
রেখা হয়ে যায় ক্ষয়
প্রেম ধীরে মুছে যায়, নক্ষেত্রেরও একদিন মরে যেতে হয়
‘হয় নাকি?’ – বলে সে তাকাল তার সঙ্গিনীর দিকে;
আজ এই পাঠ সুর্য সহধর্মী অঘ্রান কার্তিকে
প্রান তার ভরে গেছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন